ঢাকা শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

Motobad news

ভান্ডারিয়ায় র‌্যাব পরিচয়ে শিক্ষকের টাকা লুট, থানায় অভিযোগ

ভান্ডারিয়ায় র‌্যাব পরিচয়ে শিক্ষকের টাকা লুট, থানায় অভিযোগ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের ভান্ডারিয়ায় র‌্যাব পরিচয়ে এক প্রধান শিক্ষকের টাকা লুট করাসহ জীবন নাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। 

ঘটনাটি ঘটেছে বুধবার (২৯জুন) দুপুরে। এ ঘটনার প্রতিকার চেয়ে ভূক্তভোগী ভান্ডারিয়া উপজেলার ৪নম্বর ইকড়ি ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং তেলিখালী ২৭নং নিশানঘাটা সরকারি প্রাথমিক বিবদ্যালয়ের প্রধান শিক্ষক আ.লতীফ তালুকদার বুধবার রাতে ভান্ডারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। 

অভিযোগে তিনি উল্লেখ করেন, বুধবার দুপুরে স্থানীয় সোনালী ব্যাংক থেকে ৯৮হাজার এবং পূবালী ব্যাংক থেকে ১লাখ ৫৬হাজার টাকা উত্তোলন করে ভান্ডারিয়া থানা লাগোয়া ওভারব্রিজ নামক স্থান থেকে দেলোয়ার মাতুব্বরের ইঞ্জিন চালিত মাহিন্দ্রা যোগে অন্যান্য যাত্রীর সাথে নিজ বাড়ির উদ্দেশ্য যেতে ছিল। মাহিন্দ্রাটি  লিটন তালুকদারের বাড়ি  স্থানে পৌঁছলে পিছন থেকে একটি সাদা রং এর প্রাইভেট কার মাহিন্দ্রাটির গতি রোধ করে সামনে দাড়ায়। পরে ঐ গাড়ি থেকে র‌্যাবের পোষাক পরিহিত একজনের হাতে পিস্তলসহ চার জন লোক নেমে অন্যান্য যাত্রীদের কথা বলতে নিষেধ করে, লতীফ ইয়াবার ব্যাবসা করে এমন গোপন সংবাদে তার চোখে কালো কাপর বেধেঁ, হাতে হ্যান্ডক্যাপ পড়িয়ে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। পরে ঝালকাঠী ৮নং গাবখান ধান সিরি ইউনিয়ন পরিষদের সামনে নামিয়ে তার সাথে থাকা (ব্যাংক এবং নগদ) ২লাখ ৬৩হাজার ২শত টাকা এবং ব্যবহৃত মোবাইলের সিম কার্ড লুট করে নিয়ে যায়। এবং তখন হুশিয়ারী করে যায় এ ঘটনা কাউকে জানালে পরবর্তীতে জীবনে শেষ করে ফেলার হুমকি দেয়া হয়। খবর পেয়ে স্বজনরা শিক্ষক লতীফকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে। এদিন রাতেই ভান্ডারিয়া থানা পুলিশকে বিষয়টি অবহিত করার পাশাপাশি লিখিত অভিযোগ  দেন।

এ বিষয়ে ভান্ডারিয়া থানার ওসি তদন্ত মো. মেহেদী হাসান জানান, প্রধান শিক্ষক আ.লতীফ তালুকদার বুধবার রাতে ভান্ডারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন