ইন্দুরকানীতে কুকুরের কামড়ে দুই শিশু আহত

পিরোজপুরের ইন্দুরকানীতে পাগলা কুকুরের কামড়ে দুই শিশু আহত হয়েছে। এলাকা জুড়ে চলছে কুকুর আতঙ্ক। বুধবার সন্ধ্যায় উপজেলার চাড়াখালী গুচ্ছগ্রাম এলাকায় পাগলা কুকুরে আক্রমলে দুই শিশু আহত হওয়ায় কুকর আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্বজনেরা আহত শিশূ দুটি কে উদ্ধার করে রাতে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে গুরুতর আহত শিশু ফারহানকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
জানা যায়, চাড়াখালী গুচ্ছ গ্রামের বসিন্দা আবুল হোসেনের নাতি সহ কয়েকজন বাচ্চা খেলতেছিল তখন একটা কুকুর এসে মিজানুর রহমানের কন্যা শিশূ ফারহান (৩) এর মুখের একাংশ কামড়ে নিয়ে যায়। পাশে থাকা কাওসার আহম্মেদের ছেলে জিহাদ (৫) তাকেও কামড়ে আহত করে পাগলা কুকুর। পরে স্থানীয়রা পাগলা কুকুরটি মেরে ফেলে।
এএজে