ঢাকা শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

Motobad news

আইনজীবী সহকারিকে হত্যার প্রতিবাতে পিরোজপুরে মানবন্ধন

আইনজীবী সহকারিকে হত্যার প্রতিবাতে পিরোজপুরে মানবন্ধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুর জেলা আইনজীবী সহকারি সমিতির সদস্য তাজউদ্দিন আহম্মেদ কে পিটিয়ে হত্যার প্রতিবাদে এবং আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানবন্ধন , প্রতিবাদ মিছিল করেছে এলাকার সর্বস্তরের জনগণ। 

মঙ্গলবার (১২জুলাই) দুপুরে শহরের টাউনক্লাব সড়কে ঘন্টাব্যাপী মানবন্ধন শেষে প্রতিবাদ মিছিল করে জেলা প্রশাসক এবং জেলা জজ আদালতের সামনে বিক্ষোভ করে নিহত তাজউদ্দিন আহম্মেদের পরিবার ও এলকার সর্বস্তরের জনগণ। 

মানববন্ধনে বক্তব্য রাখেন তাজউদ্দিন আহম্মেদের বাবা শহিদুল ইসলাম সালাম, স্ত্রী রীমা বেগম, কদমতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুস সালাম, ইউপি সদস্য রিয়াজ হোসেন উজ্জল, আলী সিকদার, মাওলানা আব্দুল আলীম। 
 
এসময় বক্তারা বলেন একটি নিরিহ মানুষকে দিনে দুপুরে সরকারি সোহরাওয়ার্দী কলেজ স্ট্যান্ডে পিটিয়ে মেরে ফেলেছে এটি একটি বরবর লোম হর্সক ঘটনা। প্রতিদিনের ন্যায় তাজউদ্দিন আহম্মেদ জজ কোর্ট এ নিজের কাজে যাচ্ছিলেন। সন্ত্রাসীরা তার টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে প্রথমে তাকে হামলা করে  তার সাথে থাকা টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় থানায় মামলা হলেও ৮ দিনেও কোন আসামিকে গ্রেপ্তার করেনি পুলিশ। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন অভিযুক্ত আল আমিন সিকদার, স্বাধীন সিকদার, শামীম সিকদার, কামালসহ সকল আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের দাবি জানায় নিহতের পরিবার। বক্তরা বলেন, একটি সরকারি কলেজের সামনে এর আগেও অটো টেম্পু স্ট্যান্ডকে কেন্দ্র করে অনেক অনাকাঙ্কিত ঘটনা ঘটেছে। প্রশাসন অবগত থাকলেও কোন সমাধানের ব্যবস্থা নিচ্ছেনা। তাই এ অটো স্ট্যান্ডটি অবিলম্বে তুলে দেয়ার দাবি জানায় বক্তারা।  

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.জ.মো: মাসুদুজ্জামান জানান, এ বিষয়ে সদর থানায় দায়ের করা মামলাটি হত্যা মামলায় রুপান্তরিত হয়েছে। আসামি গ্রেপ্তারের অভিযান অব্যহত রয়েছে।  

উল্লেখ্য, গত ০৪ জুলাই সকালে জেলা আইনজীবী সহকারি সমিতির সদস্য (মুহরি) তাজউদ্দিন আহম্মেদ সরকারি সোহরাওয়ার্দী কলেজ মোড়ে অটোস্ট্যান্ডে আসলে তাকে হামলা করে পিটিয়ে আহত করে স্থানীয় কতিপয় সন্ত্রাসীরা। আহত তাজউদ্দিন আহম্মেদ উদ্ধার করে প্রথমে জেলা হাসপাতালে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খুলনায় চিকিৎসাধীন অবস্থায় তিনদিন পরে তিনি মারা যায়।  


 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন