ঢাকা শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

Motobad news

মঠবাড়িয়ায় কেন্দ্রীয় যুবলীগ নেতার মতবিনিময় সভা

মঠবাড়িয়ায় কেন্দ্রীয় যুবলীগ নেতার মতবিনিময় সভা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ আওয়ামীলীগ ও তার সহযোগি এবং অঙ্গসংগঠনকে আরো শক্তিশালী করতে ঈদ উল আযহা পরবর্তি মতবিনিময় সভা করেছেন কেন্দ্রীয় যুবলীগ প্রেসিডিয়াম সদস্য মো. তাজউদ্দিন আহম্মেদ।

বুধবার (১৩ জুলাই) পর্যন্ত গত ৩ দিনে তিনি উপজেলার বড়মাছুয়া, ধানীসাফা, তুষখালী, মঠবাড়িয়া সদর ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায় আ‘লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগি সংগঠনের সভাপতি-সম্পাদক ও কমিটির নেতা-কর্মিদের সাথে বৈঠক করেন।

কেন্দ্রীয় যুবলীগ প্রেসিডিয়াম সদস্য মো. তাজউদ্দিন আহম্মেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দূর্বার গতিতে দেশ এগিয়ে চলছে। বিশ্বের কাছে আমরা মধ্যম আয়ের দেশ হিসেবে অনেক আগেই স্বীকৃতি লাভ করেছি। হাজারো বাধাবিপত্তি পেড়িয়ে নিজস্ব দেশের অর্থায়নে বিশ্বের দ্বিতীয় স্রোতধারা পদ্মা নদীতে সেতু নির্মাণ করতে সক্ষম হয়েছেন। এ সেতুর জন্য বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধ হবে, বিপ্লব হবে। প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে আগামী ৪১ সালের মধ্যে আমরা উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত হবে।

তিনি আরও বলেন, স্বাধীনতা বিরোধীরা বসে নেই। তারা স্বাধীনতা চায়নি, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতা বিধ্বস্ত পরবর্তি পরিস্থিতি থেকে দেশকে যখন স্বাভাবিক কায়দায় নিয়ে যাচ্ছিলেন, তখনই স্বাধীনতা বিরোধীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিকল্পিত ভাবে হত্যা করে।

শেখ হাসিনাকেও তারা একাধিকবার হত্যার ষড়যন্ত্র করে। দেশে সাধারণ মানুষের দোয়ায়, আল্লাহর রহমতে ওদের সকল মিশন ব্যর্থ হয়েছে। শেখ হাসিনার সরকার ৯ প্রকার ভাতা দিচ্ছেন। বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই দিচ্ছে। শিক্ষার্থদের উপবৃত্তি দিচ্ছেন, ভিজিডি, ভিজিএফ, জেলে কার্ড ও বিশেষ বরাদ্ধের চাল দিচ্ছেন, ঘরে-ঘরে বিদ্যুৎ পৌছে দিয়েছেন। গ্রামীন রাস্তা ও অবকাঠামোর সাবিক উন্নয়ন চলমান রয়েছে। এসকল কথাগুলো সাধারণ মানুষের কাছে পৌছে দিতে হবে। যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করতে পারে।

এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আ‘লীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ তালুকদার, আবু হানিফ খান, নাসির হোসেন হাওলাদার, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুবলীগ সহ-সভাপতি আরিফুল ইসলাম সোহাগ, যুবলীগ নেতা রামীম আহম্মেদ, শাহিন মিয়া নবী, লাভলু তালুকদার, হারুন হাওলাদার, আসিফ মিয়া প্রমূখ।
 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন