মঠবাড়িয়ায় শেখ হাসিনার কারাবরণ দিবস পালিত

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবরণ দিবস পালিত হয়েছে। শনিবার (১৬ জুলাই) রাতে উপজেলা আ'লীগ কার্যালয় উপজেলা যুবলীগ ও শ্রমিক লীগ দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মিলাদের আয়োজন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগ প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহম্মেদ।
আলোচনা সভায় পৌর আ’লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুবলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোহেল, সহ-সভাপতি মো. বাবু শরীফ, আবুল কালাম মোল্লা, আরিফুল ইসলাম সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ সোহেল, সাংগঠনিক সম্পাদক শাহিন মিয়া নবী, আলভী আলামীন, শ্রমিক লীগ নেতা সোহাগ মিয়া, ছাত্রলীগ নেতা আবু ইউসুব রায়হান। দোয়া পরিচালনা করেন মাওলানা কাজী ইয়াকুব আলী।
এইচকেআর