ঢাকা বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

Motobad news

ভান্ডারিয়ায়  নবনির্বাচিত ইউপি সদস্য রহমানের শপথ গ্রহন

ভান্ডারিয়ায়  নবনির্বাচিত ইউপি সদস্য রহমানের শপথ গ্রহন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলার ৭নম্বর গৌরীপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য আব্দুর রহমানের শপথ নিয়েছেন ।

সোমবার (১৮জুলাই) উপজেলা অডিটরিয়ামে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মো. ইউসুফ হারুন, যুসংহতির উপজেলা সদস্য সচিব মো. মামুনুর রশিদ সরদার।

উল্লেখ্য; ওই ওয়ার্ডের সাবেক মেম্বর আল মামুনের মৃত্যুর কারনে পদটি শূণ্য হয়। পরবর্তীতে চলতি বছরের গত ১৫জুন উপ-নির্বাচনে নিকটতম প্রতিদ্বদ্বি আওয়ামী লীগ সমর্থীত মো. সামীম হায়দারকে পরাজিত করে ৫৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয় রহমান। নির্বাচনে মোট পাঁচ জন প্রার্থী ছিল।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন