ঢাকা বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

Motobad news

মঠবাড়িয়ায় হিন্দু মহাজেটের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মঠবাড়িয়ায় হিন্দু মহাজেটের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নড়াইলের লোহাগড়াসহ সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর পৈশাচিক নির্যাতণ, বাড়ী-ঘরে লুটপাট, অগ্নি সংযোগ, জমি দখল ও মন্দির ভাংচুরের ঘটনায় বাংলাদেশ সরকারের কাছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবীতে পিরোজপুরের মঠবাড়িয়ায় মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২০ জুলাই) বিকেলে জাতীয় হিন্দু মহাজোট মঠবাড়িয়া উপজেলা শাখা কেন্দ্রীয় শহীদ মিনার সম্মূখ সড়কে এ কর্মসূচির আয়োজন করেন।

মঠবাড়িয়া উপজেলা হিন্দু মহাজোট এর সভাপতি শ্যামল মিত্রের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মঠবাড়িয়া উপজেলা হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি আশুতোস পাইক, সাধারণ সম্পাদক অজয় মজুমদার, সহ-সভাপতি সমর মজুমদার, সমন্বয়কারি  সুমন বেপারী, ইসকন সাধারণ সম্পাদক পরিতোষ অধিকারী, যুব মহাজোট সভাপতি অভিজিৎ হালদার, সাধারণ সম্পাদক তাপস দেবনাথ, সাংগঠনিক সম্পাদক লিটন হাওলাদার, পৌর সদস্য সচিব দেবাশিষ চৌধুরী, চাত্র মাহাজোটের সাংগঠনিক সম্পাদক নয়ন বালা প্রমূখ।


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন