ঢাকা বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

Motobad news

ভাণ্ডারিয়ায় ১৭৫ ভূমি ও গৃহহীণ পরিবার পেল নিজস্ব ঠিকানা

ভাণ্ডারিয়ায় ১৭৫ ভূমি ও গৃহহীণ পরিবার পেল নিজস্ব ঠিকানা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ১৭৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার মাঝে সরকারি ঘরের দলিল হস্তান্তর করা হয়েছে। 

বৃহস্পতিবার (২১জুলাই) ভার্চুয়ালী গণবভন থেকে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্ধোধনের পর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে ভাণ্ডারিয়া পৌর সভা এবং  উপজেলার বাকি ছয়টি ইউনিয়নের মোট ১৭৫টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ২ শতাংশ জমিসহ দুই ইউনিটের একটি সেমি পাকা ঘরের দলিল হস্তান্তর করা হয়।

উপজেলায় আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ৩য় পর্যায়ের দ্বিতীয় ধাপে মোট সুবিধাভোগী পরিবার গুলোর মাঝে নিজস্ব স্থায়ী মালিকানার দলিল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সীমা রানী ধর। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার,সহকারী কমিশনার ভূমি রুমানা আফরোজ,ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওলাদ হোসেন,পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, বীর মুক্তিযোদ্ধা মো. খান এনায়েত করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু প্রমুখ। 
  
উল্লেখ্য, এ উপজেলায় এ পর্যন্ত  ২০০জনকে সম্পূর্ণ সরকারি অর্থায়নে ২শতাংশ জমি সহ দুই ইউনিটের একটি সেমি পাকা ঘর প্রদান করা হবে। এ ঘরের মধ্যে সরকারের  ১কোটি ৬০লাখ টাকায় ক্রয়কৃত ২.৯৭একর জমিতে ১২৫টি, বিভিন্ন দাতার দানকৃত ১.৩২একর জমিতে ৫০টি এবং সরকারের ৮২শতাংস খাস জমিতে ২৫টি সহ মোট ২০০টি পরিবারকে পুর্নবাসন করা হয়। বাকিদের পর্যায়ক্রমে অনরূপ ভাবে পুর্নবাসন করা হবে।
 


এসএমএইচ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন