চরফ্যাসনে মিশ্র গুটি সারের জনপ্রিয়তা বাড়ছে

সেলিম রানা, চরফ্যাসন প্রতিনিধি ॥ চরফ্যাসনে এনপিকেএস এর মিশ্র গুটি সার উৎপাদন করেন আকতার মহাজন। সম্প্রতি ভোলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আবু মোঃ এনায়েত উল্লাহ পরিদর্শনে আসেন।
তিনি বলেন, মিশ্র গুটি সারের কারখানা সমগ্র ভোলাসহ বরিশালে এটি সম্প্রসারণে চেষ্টা করবেন। মিশ্র গুটি সার উৎপাদনকারী আকতার মহাজন জানান, প্রতিবছর প্রায় ১০০ মেট্রিক টন মিশ্র গুটি উৎপাদিত হয় যা চরফ্যাসন উপজেলার বিভিন্ন সবজি খামারসহ নারিকেল সুপারী গাছে ব্যাপক হারে ব্যবহার করা হয়। প্রতি কেজি ২৭ টাকা বিক্রি করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবু হাসনাইন জানান, আমরা মিশ্র গুটি সার আমাদের বিভিন্ন প্রদর্শনীতে সরবরাহ করে থাকি। মিশ্র গুটি সার অত্যন্ত কার্যকরী এবং এতে সারের অপচয় রোধ করা সম্ভব।
এমবি
