ঢাকা বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

Motobad news

গরম পানি ঢেলে ঝলসে দিল রুটির দোকানির শরীর

গরম পানি ঢেলে ঝলসে দিল রুটির দোকানির শরীর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পাওনা টাকা চাওয়ায় প্রতিপক্ষরা চায়ের কেটলিতে থাকা গরম পানি ঢেলে  মো. হারুন সরদার (৫৫) নামের এক রুটির দোকানদারের শরীর গরম পানিতে ঝলসে দিয়েছে।

শুক্রবার (২৯ জুলাই) সকালে উপজেলার কাপালির হাটে ‍এ ঘটনা ঘটে। 

আহত হারুন সরদার সাংবাদিকদের  জানান, শুক্রবার সকালে পাওনা ৩ হাজার টাকা থেকে ১ হাজার টাকা চাওয়ায় প্রতিপক্ষ মজিবর হাওলাদার ছেলে সজিব ও সুজন এবং হাবিব হাওলাদারের ছেলে সোহেল হাওরাদার তার ওপর হামলা চালায়। এক পর্যায়ে দোকানের  চায়ের ক্যাটলিতে থাকা উত্তপ্ত গরম পানি ছুড়ে মারে, রুটি ভাজা গরম তাওয়া (খোলা) দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। 

স্থানীয় ইউপি সদস্য সিদ্দিকুল ইসলাম ইব্রাহিম সাংবাদিকদের  জানান, হারুন সরদার গরীব রুটির দোকানী। পাওনা টাকা চাওয়ায় প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে। আহত হারুন সরদারকে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

এ বিষয়ে ভাণ্ডারিয়া থানা উপ-পরিদর্শক মো. বজলুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন