ঢাকা বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

Motobad news

মঠবা‌ড়িয়ায় রান্না ঘর থে‌কে স্বামীর লাশ উদ্ধার: স্ত্রী পলাতক

মঠবা‌ড়িয়ায় রান্না ঘর থে‌কে স্বামীর লাশ উদ্ধার: স্ত্রী পলাতক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পি‌রোজপু‌রের মঠবা‌ড়িয়ায় আবু সা‌লেহ ফরাজী (৫০) না‌মে এক দিনমজু‌রের লাশ উদ্ধার ক‌রে‌ছে থানা  পুলিশ। 

আজ শ‌নিবার উপ‌জেলার উত্তর মিঠাখালী গ্রা‌মের বসতবা‌ড়ির রান্নাঘর থে‌কে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থে‌কে স্ত্রী ক‌কিলা বেগম পলাতক র‌য়ে‌ছে। নিঃসন্তান নিহত ওই দিনমজুর উত্তর মিঠাখালী গ্রা‌মের মৃত সু‌ফি বা‌রেক ফরাজীর ছে‌লে।

থানা ও স্থানীয়সূ‌ত্রে জানা গে‌ছে, প্রথম স্ত্রী মারা যাবার প‌রে গত ৫ বছর পূ‌র্বে একই গ্রা‌মের আ‌লো ফরাজীর মে‌য়ে কো‌কিলা বেগম‌কে বি‌য়ে ক‌রেন। এ দম্প‌তি নিঃসন্তান ছি‌লেন। পা‌রিবা‌রিক কল‌হের জের ধ‌রে স্ত্রী কো‌কিলা বাবার বা‌ড়ি চ‌লে যায়।

শুক্রবার আবু সা‌লেহ শ্বশুরবা‌ড়ি থে‌কে তাঁর স্ত্রী‌কে নিজ বা‌ড়ি‌তে নি‌য়ে আ‌সে। স্ত্রী বা‌ড়ি‌তে ফি‌রে দে‌খেন এন‌জিও ব্রাক থে‌কে পাওয়া এক‌টি গাভী স্বামী তা‌কে না জা‌নি‌য়ে বি‌ক্রি ক‌রে দেয়। এ নি‌য়ে তাদের ঝগড়ার সৃষ্টি  হয়। শ‌নিবার সকা‌লে প্রতি‌বে‌শিরা ওই দিনমজু‌রের মৃত‌দেহ রান্না ঘ‌রে প‌ড়ে থাক‌তে দে‌খে থানায়  খবর দেয়। এ‌দি‌কে এঘটনার পর থে‌কে স্ত্রী কো‌কিলা পা‌লি‌য়ে যায়।

মঠবা‌ড়িয়া থানার অ‌ফিসার্জ ইনচার্জ নূরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত ক‌রে ব‌লেন, গ্রামবাসী‌দের মাধ্যমে খবর পে‌য়ে লাশ উদ্ধার ক‌রে ময়না তদ‌ন্তের জনন্য হাসপাতালের  ম‌র্গে প্রেরণ করা হ‌য়ে‌ছে। তদ‌ন্তের প‌রে ঘটনা‌টি হত্যা না আত্মহত্যা নিশ্চিত হওয়া যা‌বে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন