ইন্দুরকানীতে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

ইন্দুরকানীতে প্রেসক্লাবের নবনির্বচিত প্রতিনিধিদের সাথে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ইউএনও লুঃফুন্নেসা খানমের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এম,মতিউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি মাহমুদুল হক দুলাল, মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, নবনির্বচিত প্রেস ক্লাবের সভাপতি এইচ,এম, ফারুক হোসেন,সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান খান, সাবেক সদস্য সচিব আলমগীর কবির মান্নু সহ প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।
পরে ইউএনও তার বক্তব্যে সাংবাদিকদের উপজেলার উন্নয়ন মুলক কার্যক্রমে দৃষ্টি রাখতে এবং প্রশাসনকে সহায়তা করতে বলেন। নেতিবাচক কোন কাজ হলে তাকে তথ্য দিতে বলেন। তারপরও ব্যবস্থা না হলে তিনি পত্রিকায় লিখতে বলেন। তিনি সাংবাদিকদের প্রশাসনের সহযোগী বলে উল্লেখ করেন।
এইচকেআর