ভাণ্ডারিয়ায় শেখ কামালের জন্মবার্ষিকী পালন

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় শুক্রবার (৫ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপটেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সকালে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন। পরে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রাণী ধর এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ, ওসি তদন্ত মো. মেহেদি হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, প্রাণী সম্পদ কার্যালয়ের ভ্যাটেনারী সার্জন ডা: সোমা সরকার,যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন ,সহকারী দরিদ্র বিমোচন কর্মকর্তা শাহ আলম খান প্রমুখ।
পরে দেশ বাংলা যুবউন্নয়ন পরিষদের সভানেত্রী দিনা বেপারীর সৌজন্যে এবং উপজেলা প্রশাসন ও যুবউন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নে বিভিন্ন ফলদ বৃক্ষ চারা বিতরণ করা হয়।
এইচকেআর