ঢাকা বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

Motobad news

ইন্দুরকানীতে উপজেলা আওয়ামী লীগের বিভক্তি

ইন্দুরকানীতে উপজেলা আওয়ামী লীগের বিভক্তি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

অবশেষে ইন্দুরকানীতে আওয়ামীলীগের দলীয়  বিভক্তি প্রকাশ্যে রুপ নিল। দীর্ঘদিন দলের নেতা কর্মীরা দলের নেতৃবৃন্দের অবমূল্যায়ন শিকার,স্বজনপ্রিতি সহ নানা অভিযোগে দলের অভ্যন্তরীণ কোন্দল সীমাবদ্ধ ছিল। কিন্তু উপজেলা আওয়ামীলীগের একাংশ আলাদা সভা করে  তারা পৃথক ভাবে দলীয় কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। 

এ কারণে শনিবার বিকালে উপজেলার ইন্দুরকানী মডেল মাধ্যমিক বিদ্যালয়  উপজেলা আওয়ামীলীগের একাংশের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি ও বর্তমান উপজেলা কমিটির সভাপতি সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ লতিফ হাওলাদারের সভাপতিত্বে সভা উপজেলা আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক মৃধা মনিরুজ্জামান, যুগ্ম সম্পাদক মোঃ সাঈদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ মহবুবুর রহমান, ইয়াকুব আলী, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আকন ,কৃষকলীগ নেতা  জামাল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি মৃধা মোঃ মনিরুজ্জামান জানান, প্রকৃত আওয়ামীলীগ কে বাদ দিয়ে হাইব্রিড জামায়াত শিবিরের মদদপুষ্ট লোকদের দিয়ে উপজেলা কমিটি করা হয়েছে। ফলে ত্যাগী দলের নেতা কর্মীরা পদ ও সুবিধা থেকে বঞ্চিত। তাই দলের স্বার্থে  নির্যতিত দলের নেতা কর্মীদের  পাশে দাড়াবার জন্য আমরা পৃথক ভাবে সভা করছি।পৃথক দলীয় কর্মসুচি পালন করব।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান  সেলিম কে দলের একাংশের সভার বিষয় জানতে  চাইলে তিনি বলেন, এ বিষয় আমি কিছুই জানি না। তবে বঙ্গবন্ধুর  মৃত্যু বার্ষিকী  যে কেউ কর্মসূচি পালন করতে পারে।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন