বঙ্গবন্ধু’র মতই মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করা বাঞ্চনীয় - আনোয়ার হোসেন মঞ্জু

জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে অধিকার আদায়ের জন্য পথ দেখিয়েছেন। বঙ্গবন্ধু আমাদের একটি দেশ দিয়ে গেছেন এবং তিনি যে স্বপ্ন দেখিয়েছেন তা সকলে মিলে বাস্তবায়ন করতে হবে। বঙ্গবন্ধু আমাদের জন্য জাতি ও দেশ সৃষ্টি করে ছিলেন। বঙ্গবন্ধু’র মতই মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করা বাঞ্চনীয়। তাঁর আদর্শ বাস্তবায়নের জন্য আমাদের ঝগড়া-বিবাদ-কাইজ্জা পরিহার করে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগস্ট মাস শোকের মাস, এ মাস লজ্জাস্করও বটে।
সোমবার বিকালে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চন্ডীপুর ইউনিয়নের উত্তর কলারণ দাখিল মাদ্রাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ভোট হচ্ছে আমাদের পবিত্র আমানত। ভোটের সদ্ব্যবহার ও তা সঠিকভাবে কার্যকর করতে হবে। দেশের মানুষের অবস্থার পরিবর্তন করতে উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা রক্ষা তথা দেশের স্থিতিশীলতা বজায় রাখতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে আইনের প্রয়োজনে, ন্যায়বিচারের ক্ষেত্রে আপোষ করা হবে না। আপনারা আমাদের ঐক্যবদ্ধ সমাজ গঠনে সমর্থন দিলে আপনাদের শান্তি দিবো, প্রয়োজনীয় কাজ করা হবে। আমরা পৃথিবীতে এসেছি ক্ষণিকের জন্য। যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো, ততদিন পার্থিব কাজের পাশাপাশি পরবর্তী জীবনে বেহেস্তের সুখ-শান্তি অর্জনের জন্য কাজ করে যেতে হবে।
তিনি বলেন, আমাদের মধ্যে অনেক নেতা রয়েছেন, যারা দেশ ও সমাজকে বিভক্ত করে টুকরো টুকরো করে মানুষের স্বার্থকে ব্যহত করেন। যাতে উন্নয়ন বিঘিœত হয় তার জন্য নানা অপপ্রয়োস চালান। পাশাপাশি উন্নয়ন কাজে অপচয়, আত্মসাৎ, দুর্নীতি করে। কাঙ্খিত উন্নয়নে এ কারণে সফলতা পাওয়া যায় না। ঐক্যবদ্ধভাবে এই প্রবণতা দূর করতে হবে। আমরা সবাই এক যোগে কাজ করবো ঠিকই কিন্তু এর জন্য সবাইকে এক সাথে একদল করতে হবে এটা ঠিক নয়। যে যার রাজনৈতিক মতাদর্শে সক্রিয় থাকলেও কাজের ক্ষেত্রে সমস্যা হবে না। এই হচ্ছে শিক্ষিত সমাজের বৈশিষ্ট্য। সমস্যা থাকবে, সমস্যা সমাধানের জন্য ধৈর্য্য ও একতার কোন বিকল্প নেই।
চন্ডীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেপি’র উপজেলা যুগ্ম আহবায়ক মশিউর রহমান মঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের উপজেলা সভাপতি এম মতিউর রহমান এডভোকেট, ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ লুৎফুন্নেছা খানম, জাতীয় পার্টি-জেপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ভান্ডারিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, ইন্দুরকানী উপজেলা জেপি’র আহবায়ক ও পর্ত্তাশী ইউপি চেয়ারম্যান মো. শাহীন হাওলাদার, ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মাতুব্বর, উপজেলা ছাত্র সমাজের সভাপতি জসিম মীর, স্থানীয় ইউপি সদস্য মো. মিজানুর রহমান, মাদ্রসা পরিচলনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য মো. শহীদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেপি’র উপজেলা সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রানা।
এ সময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক, ভান্ডারিয়া উপজেলা জেপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর গোলাম সরওয়ার জোমাদ্দার, ইন্দুরকানী উপজেলা জেপি’র সদস্য সচিব ও সদর ইউপি চেয়ারম্যান মো. মাসুদ করিম তালুকদার ইমন, আওয়ামী লীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক ও বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতি, উপজেলা ভাইস চেয়ারম্যান রুহুল আমীন বাঘা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা নাহার মিলন, উপজেলা মহিলা জাতীয় পার্টির সভানেত্রী রাজিয়া সুলতানা রানী, যুগ্ম আহবায়ক মো. শহীদুল আলম দোদুল, যুগ্ম আহবায়ক মো. কাওসার আহমেদ দুলাল প্রমুখ। শেষে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা দেলোয়ার হোসেন।
এর আগে আনোয়ার হোসেন মঞ্জু তাঁর ব্যক্তিগত তহবিল থেকে জাতীয় শোক দিবস উপলক্ষে ইন্দুরকানীর ৩০জন আসহায় নারী-পুরুষকে নগদ অর্থ প্রদান করেন।
আলোচনা সভার আগে আনোয়ার হোসেন মঞ্জু এমপি উত্তর কলারণ দাখিল মাদ্রাসার চারতলা ভিত বিশিষ্ট একাডেমি ভবনের একতলা ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। এর আগে আনোয়ার হোসেন মঞ্জু এমপি ইন্দুরকানী উপজেলার চÐীপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন করেন।
রবিবার দুপুরে আনোয়ার হোসেন মঞ্জু এমপি ভান্ডারিয়া পৌর এলাকার রাস্তাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তাঁকে কাজের অগ্রগতি সম্পর্কে অবগতি করা হয়। এই পরিদর্শন কালে ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাহিবুল হোসেন মাহিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশীদ খসরু, উপজেলা জেপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর গোলাম সরওয়ার জোমাদ্দার, জেপি নেতা ইউসুফ আলী আকন, আনোয়ার হোসেন মঞ্জু’র নাতি রাইয়ান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এএজে