কাউখালীতে পাইপগানসহ দুইজন গ্রেফতার

পিরোজপুরের কাউখালীতে পাইপগানসহ দুইজন গ্রেফতার। সোমবার (৮ আগস্ট) রাত সোয়া ১২টার দিকে উপজেলার আইরণ ঝাপূর্ষী গ্রামের মৃত সামসুল হক রাঢ়ীর পুত্র শহীদুল ইসলাম তৌফিকের (৪০) রান্না ঘর থেকে পাইপ গানটি উদ্ধার করা হয়।
তৌফিককে গ্রেফতার করা হলে তার দেয়া তথ্য অনুয়ায়ী পার্শ্ববর্তী ঝালকাঠী সদর উপজেলার গুয়াটন গ্রামের ইমান আলী হাওলাদারের পুত্র রাকিব (২২) এর সাথে যুক্ত বলে তথ্য দেয়। অভিযান চালিয়ে তাকেও গ্রেফতার করা হয়। এই ঘটনায় আরো জড়িত আমজেদ আলী তালুকদারের পুত্র চুন্নু তালুকদার (৩৫) পলাতক রয়েছে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বনি আমিন জানান, তিনজন আসামীর মধ্যে দুইজনকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে এবং বাকী একজন পলাতক রয়েছে তাকে গ্রেফতার করার চেষ্টা অব্যাহত রয়েছে।
এসএমএইচ