ঢাকা বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

Motobad news

মঠবাড়িয়ায় শিক্ষকদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময় 

মঠবাড়িয়ায় শিক্ষকদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময় 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ উপস্থিতি ও শিক্ষার মানোন্নয়নে পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেছেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিনুল আহসান। 

উপজেলা প্রশাসনের আয়োজন বুধবার (১০ আগস্ট) সকালে শহীদ মাখন লাল দাস মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক এর সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা প্রশাসক মো. জাহেদুর রহমান, বরিশাল বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক মো. জালাল উদ্দিন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাসরিন জাহান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন, বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, সাংবাদিক মিজানুর রহমান মিজু, মজিবর রহমান, প্রধান শিক্ষক মোশারফ হোসেন প্রমূখ।  মতবিনিময় সভায় মঠবাড়িয়া উপজেলার ২শ ৬টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিনুল আহসান বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। বড় হয়ে এই শিশুদের মধ্যে অনেকেই দেশের বিভিন্ন গুরুপ্তপূর্ণ স্থনের দায়িত্ব নিবে। তাই শিশুদের সু-শিক্ষায় শিক্ষিত করতে হবে। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি শতভাগ নিশ্চিত করতে হবে। এজন্য অভিভাবকদেরও সাথে নিয়মিত যোগাযোগের ব্যবস্থাও করতে হবে। সরকার শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করেছেন। সরকারের লক্ষ্য বাস্তবায়নে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন