ভান্ডরিয়ায় জাতীয় পার্টি-জেপির উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

পিরোজপুরের ভান্ডরিয়ায় সোমবার মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়।
এ উপলক্ষে ভান্ডরিয়া উপজেলা জাতীয় পার্টি- জেপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে কালোব্যাজ ধারণ,জাতীয় ও কালো পতাকা অর্ধনমিত করণ,সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,বিকালে স্থানীয় রিজার্ভ পুকুরপার উপজেলা দলীয় কার্যালয় প্রাঙ্গনে আলোচনাসভা,মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জাতীয় পার্টি- জেপির উপজেলা যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়োর জোমাদ্দারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার,জেপির সদস্য সিচব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, আওয়ামী লীগের সহ-সভাপতি মো. লিয়াকত হোসেন তালুকদার, জেপি নেতা ইউসুফ আলী আকন, জেপির উপজেলা যুগ্ম আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, যুগ্ম আহবায়ক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, উপজেলা যুবসংহতির সদস্য সচিব মো. মামুনুর রশিদ সরদার, ছাত্র সমাজের আহবায়ক সালাহ উদ্দিন রাহাত জোমাদ্দার, যুবসংহতি নেতা লিটন তালুকদার, সুজন তালুকদার, পৌর ছাত্র সমাজের সদস্য সচিব মো.মাহাবুব শরীফ শুভ প্রমুখ।
যুবসংহতির সাবেক নেতা মো. জামাল উদ্দিন লিটনের সঞ্চালনায় এসময় মঞ্চে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেপির যুগ্ম আহবায়ক মো. শাজহজাহান তালুকদার,জেপি নেতা শাহারিয়া হোসেন দুলাল মল্লিক,শফিকুল ইসলাম খোকন সিকদার,মিজানুর রহমান সেন্টু মোল্লা,পৌর জেপির আহবায়ক জামাল উদ্দিন স্বপন মিয়া, শহিদুজ্জামান রাজু মল্লিক,স্বেচ্ছা সেবক পার্টির আহবায়ক মো. মনির সরদারইউনিয়ন জেপির রেজা আহম্মেদ দুলাল, ,পৌর যুবসংহতির সদস্য সচিব মো. সাইদুল ইসলাম মুন্সি,পৌর ছাত্র সমাজের আহবায়ক মো. মেহেদী হাসান রাজু,পৌর কাউন্সিলরগণ। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পরিবার সহ ’৭৫এর ১৫ই আগষ্ট যারা শহীদ হয়েছেন তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. জহিরুল হক ।
এদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে নানা কর্মসূচির মধ্যে ছিল,সূর্যোদয়ের সাথে সাথে সরকারি,বেসরকারি সকল ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা,শোক র্যালি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা ও দোয়া মোনাজাত,যুবউন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুবঝৃÑণ,সনদ ও বৃক্ষচারা বিতরণ,বঙ্গবন্ধুকে জানো শীর্ষক কুইজ প্রতিযোগিতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিষয়ক ১ম থেকে ৪র্থ শ্রেণির শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা,৮ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বপ্নের সোনার বাংলা বিষয়ক চরনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসকল অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার ভূমি রুমানা আফরোজ,ওসি মাসুমুনর রহমান বিশ্বাস সহ কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।
অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে তাদের উপজেলা দলীয় কার্যালয় প্রাঙ্গনে অনুরূপ কর্মচ’চিতে সভখাপতিত্ব করেন উপজেলা সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার। ভান্ডরিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ কতৃপক্ষের উদ্যোগে সরকারি কর্মর্সূচির সাথে সমন্বয় রেখে আলোচনা সভা,হামদ,নাথ,মিলাদ মাহফিল দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু জাফর। ভান্ডরিয়া মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অনুরূপ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান।
এছাড়াও সরকারি কর্মসূচির সাথে সমন্বয় রেখে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথক ভাবে দিবসটি যথাযথ মর্যাদায় পালন করে থাকে।
এএজে