মঠবাড়িয়ায় ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলার আলগী বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর আউটলেট শাখা উদ্বোধন করা হয়েছে।
বুধবার ব্যাংকের পরিচালক ড. মাহবুব উল আলম এ ব্যাংকের সারাদেশে ২৮টি আউটলেট শাখা উদ্বোধনের অংশ হিসেবে ভার্চুয়াল পদ্ধতিতে আলগী বাজারের শাখা শুভ উদ্বোধন করেন।
ধানীসাফা শাখার ব্যাবস্থাপক আসাদুজ্জামান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ধানীসাফা ইউনিয়ন আ’লীগ সভাপতি বাচ্চু বেপারী, সমাজ সেবিকা রুবি মাহতাব, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান মিলন, আ‘লীগ নেতা মিল্টন বেপারী ও শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান ছগির । বক্তারা সবাই উন্নত ব্যাংকিং সেবা কামনা করেন।
এইচকেআর