গ্রেনেড হামলার প্রতিবাদে ইন্দুরকানীতে আওয়ামী লীগের দুই গ্রুপের বিক্ষোভ

ইন্দুরকানীতে উপজেলা আওয়ামী লীগের দলীয় কোন্দলে কারণে দুই গ্রুপ পৃথক ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসুচি পালন করেছে।
রোববার বিকালে ইন্দুরকানী বাজারে উপজেলা আওয়ামী লীগের একাংশ আলাদা ভাবে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছেন। সভায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. লতিফ হাওলাদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক মৃধা মনিরুজ্জামান, যুগ্ম সম্পাদক মো. সাঈদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মহবুবুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আকন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অপরপক্ষে সকালে উপজেলা আওয়া লীগের কার্যালয় গ্রেনেড হামলার প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি মাহমুদুল হক দুলালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান সেলিম হাওলাদার, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান শিকদার, তথ্য ও গবেষণা সম্পাদক বজলুর রহমান মিন্টু, যুবলীগের সভাপতি আ. রাজ্জাক, সাধারণ সম্পাদক শাহীন গাজী, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসরাফিল খান নেওয়াজ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ওবায়দুল ইসলাম প্রমুখ।
এইচকেআর