ঢাকা বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

Motobad news

মঠবাড়িয়ায় ধর্ষণের শিকার নারীর আত্মহত্যার চেষ্টার ঘটনায় মামলা

মঠবাড়িয়ায় ধর্ষণের শিকার নারীর আত্মহত্যার চেষ্টার ঘটনায় মামলা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যার চেষ্টাকারি সেই নারী অবশেষে ফায়ার ম্যান নূরনবীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। 

নূরনবীর উপজেলার শাখারীকাঠি গ্রামের সামসুল হক হাওলাদারের ছেলে ও বরিশাল ফায়ার সার্ভিসে ফায়ারম্যানে কর্মরত। 

মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ওই নারী মঠবাড়িয়া পৌর শহরের বড় বোনের বাসায় থেকে স্থানীয় একটি সিনিয়র মাদ্রাসায় আলীম দ্বিতীয় বর্ষে পড়াশুনা করে। পূর্বের স্বামীর সংসারে থাকাকালনি সময় দেড় বছর আগে ফেসবুকের মাধ্যমে ফায়ারম্যান নূরনবীর তাঁর পরিচয় ঘটে, এর পর চরম ঘনিষ্টতা। 

একটি পুত্র সন্তান সহ বর্তমানে স্বামীর সাথে তাঁর সম্পর্কে বিচ্ছেদ হয়। সম্প্রতি তাকে বিয়ে করবে বলে নূরনবী তাকে ফুসলিয়ে গত ২৫ জুলাই বরিশালের একটি আবাসিক হোটেলে নিয়ে কয়েক দিন ধরে দৈহিক মেলামেশা করে। পরে তাকে এলাকায় (মঠবাড়িয়া) পাঠিয়ে দেয় এবং বিয়ে করতে অস্বীকার করে। এ ঘটনায় একাধিকবার মামলা করার জন্য থানায় গেলেও পুলিশ মামলা নেয়নি। এতে লোকলজ্জা ও অভিমানে গত ১৮ আগস্ট বৃহস্পতিবার দুপুরে ১২ টি ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। আহত অবস্থায় স্বজনরা উপজেলা স্বান্থ্যকমপ্লেক্্র ভর্তি করেন। পরে গুরুতর অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সকালে বরিশাল শেবাচিম হাসপাতেলে প্রেরণ করেন। দীর্ঘদিন চিকিৎসা শেষে ওই মাদ্রাসা ছাত্রী ২১ আগস্ট বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি মামলা করেন।

মঠবাড়িয়া থানার ওসি মুহা, নূরুল ইসলাম বাদল বলেন, ঘটনাস্থল বরিশাল শহরে হওয়ায় ভিকটিমকে সংশ্লিষ্ট থানায় মামলা দেয়ার পরামর্শ দেয়া হয়।

বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি আজীম উল করিম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন