ঢাকা বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

Motobad news

পিরোজপুরে মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরে মাদক ব্যবসায়ী গ্রেফতার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার পিরোজপুর পৌরসভার রাজারহাট থেকে ৮০ বোতল ফেনসিডিলসহ মোঃ কাওছার হোসেন (২৩) নামের এক যুবককে আটক করা হয়। 

কাওছার পিরোজপুর সদর উপজেলার বাদোখালী গ্রামের আব্দুল বারেক আকনের ছেলে। 

পিরোজপুর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাওসারকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। আটক কাওসারের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন