ঢাকা বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

Motobad news

কাউখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাউখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কাউখালী উপজেলা বিএনপির উদ্যোগে র‌্যালি  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
 
এ ‍উপলক্ষে বৃহস্পতিবার সকালে উত্তর বাজার দলীয় কার্যালয় থেকে র‌্যালি বের হওয়ার প্রস্তুতি নিলে পুলিশ বাঁধা দেয়। পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা বিএনপির সভাপতি এস,এম আহসান কবীর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ ইমরান ফারুক, আবু তাহের বেপারী, সাধারণ সম্পাদক এইচ.এম. দ্বীন মোহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিয়া, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ইউনিয়ন বিএনপির সভাপতি আজম আলী খান, মনিরুজ্জামান মিন্টু, সাধারণ সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক ইউনুচ মিয়া, কৃষক দলের সভাপতি ফারুক হোসেন, যুবদলের সভাপতি সায়েম উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মামুন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার, ছাত্রদলের আহবায়ক আল মাহমুদ সুমন, সদস্য সচিব সোয়াইব সিদ্দিক প্রমূখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন অলি, সহদপ্তর সম্পাদক মো. তারিকুল ইসলাম পান্নু, শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক মীর মিরাজ, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম সেপাই, আব্দুল আলীম, সহ সভাপতি মীর বাবুল হোসেন, যুগ্ম সম্পাদক মো. নুরুজ্জামান, যুবদল নেতা মঞ্জুরুল কবির পেয়ারু, শারিফুল আজম সোহেল, লিয়াকত হোসেন, ছাত্রদল নেতা মাওলাদ হোসেন মঈন, মো. নাঈম সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

বক্তারা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সু-চিকিৎসা এবং আগামী নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সম্পন্ন করার জন্য জোর দাবী জানান ।


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন