মঠবাড়িয়ায় বাল্য বিবাহ বন্ধে তথ্য কার্ড প্রদান

পিরোজপুরের মঠবাড়িয়ায় বাল্যবিবাহ বন্ধে তথ্য কার্ড প্রদান সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ আগষ্ট) বিকেলে উপজেলার কবুতর খালি বটতলা এলাকায় ব্রাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি বাল্যবিবাহ বন্ধে তথ্য কার্ড প্রদান সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংরক্ষিত আসনের ইউপি সদস্যরা হাওয়া বেগম। ব্র্যাকের মাঠ সভানেত্রী মীরা রানীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, ইউপি সদস্য স্বপন তালুকদার, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসিষ কুমার তালুকদার, সমাজ সেবক দুলাল শীল, ব্র্যাকের এসোসিয়েটট অফিসার মো. আব্দুর রশিদ।
সভায় শেষে যাদের বয়স ১২ থেকে ১৭ বছর, তাদেরকে চিহ্নিত করে তথ্য কার্ড প্রধান করা হয়। এই কার্ডে সংশ্লিষ্ট ব্যক্তির নাম ঠিকানা ও জন্ম তারিখ এবং ১৮ বছর পূর্ণ হবার তারিখ রয়েছে। কার্ডে উপজেলা নির্বাহী কর্মকর্তা, মঠবাড়িয়া থানার ওসি ও ব্রাক অফিসের হট লাইনের নাম্বার লেখা আছে।
এইচকেআর