ইন্দুরকানীতে ইয়াবা ও গাঁজাসহ ৪ যুবক গ্রেফতার

ইন্দুরকানীতে ইয়াবা ও গাঁজাসহ ৪ যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে পিরোজপুর ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার পত্তাশী এলাকা থেকে মাসুম দফাদার (৩৮) কে ৫০০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
এছাড়া একই সময় উপজেলার পত্তাশী ইউনিয়নের খেজুরতলা বাজার থেকে ১০০ গ্রাম গাাঁজা সহরামচন্দ্রপুর গ্রামের আলী হোসেন হাওলাদার (৩০), জয়ন্ত বাওয়ালী (২৫) ও সুব্রত বাওয়ালী (৪৫) কে আটক করা হয়।
পিরোজপুর ডিবি পুলিশের এস আই মো. নুরুল আমিন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
এইচকেআর