যান চলাচলের জন্য খুলে দেওয়া হল বঙ্গমাতা সেতু

রোববার (৪ সেপ্টেম্বর) মধ্যরাতে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে বঙ্গমাতা ফজিলাতুননেছা অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুটি।
পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম ওই সেতুর প্রথম টোল প্রদানকারী হিসেবে টোল দিয়ে পিরোজপুরের কুমরিমারা প্রান্তর থেকে কাউখালীর বেকুটিয়া প্রান্তরে যান।
রোববার (০৪ সেপ্টেম্বর) রাত ১২টা এক মিনিটের সময় মন্ত্রীর গাড়িসহ প্রতিটি গাড়ির টোল হিসেবে ৩৩০ টাকা দিয়ে সেতুটি পার হয়ে আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন- পিরোজপুরের জেলা প্রশাসক মো. জাহেদুর রহমান, পুলিশ সুপার মো. সাঈদুর রহমানসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যক্তিরা। একই সময় কাউখালীর বেকুটিয়া প্রান্তর থেকে সেতুটি পার হন পিরোজপুর-২ আসনের এমপি জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। পরে তিনি পিরোজপুরের কুমিরমারা প্রান্তরে টোল দেন।
পরে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিং-এ বলেন, অবহেলিত দক্ষিণের এ জনপদের মানুষের ভাগ্যের উন্নয়নে এ সেতুটি একটি মাইল ফলক। আর এ মাইল ফলকের একমাত্র নির্মাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেননা, শেখ হাসিনার উদ্যোগেই আজ এ সেতুটি নির্মাণ করা হয়েছে। তিনি যখনই ক্ষমতায় আসেন তখনই দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ এখানের মানুষের সার্বিক কল্যাণের চেষ্টা করেন। তাই দক্ষিণাঞ্চলসহ দেশের উন্নয়নে আবারও আওয়ামী লীগের ক্ষমতায় আসা প্রয়োজন বলে দাবি করেন তিনি।
এর আগে রোববার সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে বঙ্গবভন থেকে ভার্চ্যুয়ালি সেতুটির উদ্বোধন করেন।
এইচকেআর