ঢাকা বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

Motobad news

ভাণ্ডারিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

ভাণ্ডারিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ৫নম্বর ধাওয়া ইউনিয়নের দক্ষিণ ধাওয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মঙ্গলবার বিকেলে পল্টু মিস্ত্রী (৫০) নামের এক ব্যবসায়ী মারা গেছেন। সে দক্ষিণ ধাওয়া গ্রামের হরেন্দ্রনাথ মিস্ত্রীর ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, পল্টু মিস্ত্রি নিজ বাড়ীর পুকুরে কচুরীপনা (টেপ পোনা) তুলে পুকুর পারে থাকা বাঁশ ঝারের বাঁশ ধরে কিনারে ওঠার সময় ১১ হাজার কেভি পল্লী বিদ্যুতের লাইনে স্পর্শ লেগে ঘটনা স্থলেই সে মারা যান। 

ভাণ্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, লাশ দাফন করা হয়েছে। তবে এ ঘটনায় মামলা হয়নি।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন