নাজিরপুরে নদীতে ভাসছিল নারীর মরদেহ

পিরোজপুরের নাজিরপুরে নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার কালিগঙ্গা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নাজিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাঈনুল হোসেন জানান, দুপুরে স্থানীয়রা উপজেলার সদর ইউনিয়নের আমতলা গ্রামের সেকেন্দার শেখের বাড়ি সংলগ্ন কালিগঙ্গা নদীতে নারীর মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। মরদেহের ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জেনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া নারী পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এইচকেআর