ঢাকা বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

Motobad news
আটক ১

মঠবাড়িয়ায় জমি নিয়ে বিরোধের জেরে হামলা, নারীসহ আহত ৩

মঠবাড়িয়ায় জমি নিয়ে বিরোধের জেরে হামলা, নারীসহ আহত ৩
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের টেঁটার কোপে ও রডের আঘাতে ২ নারীসহ ৩ জন গুরুতর আহত হয়েছে। এসময় এক নারী গাল কামড় দিয়ে ক্ষত-বিক্ষত করে। শনিবার (১০সেপ্টেম্বর) সকালে উপজেলার পশ্চিম পাতাকাটা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

আহতরা হলেন, উপজেলার পশ্চিম পাতাকাটা মৃত্যু চান মিয়া হাওলাদারের ছেলে ঈসা হাওলাদার (৩০), মুসা হাওলাদার স্ত্রী নাসিমা বেগম (৩০) ও সগীর হাওলাদারের স্ত্রী খাদিজা বেগম (৪৫)। 

এ ঘটনায় থানা পুলিশ সাবেক ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম মুন্সীকে আটক করেছেন। আটককৃত রফিকুল ইসলাম ওই পশ্চিম পাতাকাটা গ্রামের আ. মতলেব মুন্সীর ছেলে।

আহত সূত্রে জনা গেছে, প্রতিবেশী মতলেব মুন্সীর সাথে ঈসা হাওলাদারের দির্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। সকালে ঈসা হাওলাদারের ভাবী বাগানে সুপারী গাছের খোল কুড়াতে গেলে মতলেব মুন্সীর ছেলে সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম মুন্সী তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় তাঁর গালে স্ব-জোরে কামড় দিয়ে ক্ষত-বিক্ষত করে। তাঁর চিৎকারে অপর এক ভাবীসহ ঈসা হাওলাদার এগিয়ে যাবার পাশাপশি প্রতিপক্ষ রফিকুল ইসলাম মুন্সীর সহযোগিরাও ছুটে যান। এসময় তাদেরকে টেঁটা দিয়ে কুপিয়ে এবং ঈসা হাওলাদাকে রড দিয়ে পিটিয়ে ডান হাটুর নিচে হাড় ফাটিয়ে ফেলে।

মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে।  এ ঘটনায় জড়িত থাকার ঘটনায় এক জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন