ভান্ডারিয়ায় ৪৯তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
.jpg)
পিরোজপুরের ভান্ডারিয়ায় শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে ৪৯তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ে বিভিন্ন ইভেন্টে চ্যম্পিয়ন দল আগামী ১৩,১৪ তারিখ পিরোজপুর জেলা পর্যায়ে অংশ নেবেন।
এতে ফুটবল বালকে ইকড়ি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়কে ০-১ গোলে পরাজিত করে বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় চ্যম্পিয়ন হয় এবং ফুটবলে ট্রাইবেকারে বালিকায় পৈকখালী হাজী এস এন জামান মাধ্যমিক বিদ্যালয়কে ৪-৫ গোলে পরাজিত করে ভিটাবাড়িয়া নুরজাহান হাবিব আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় চ্যম্পিয়ন হয়।
এ ছাড়া হ্যান্ড বলে ভিটাবাড়িয়া নুরজাহান হাবিব আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে মজিদা বেগম বালিকা মাদ্যমিক বিদ্যালয় চ্যম্পিয়ন হয়। এ ছাড়াও মজিদা বেগম বালিকা মাদ্যমিক বিদ্যালয় সাতারে প্রথম হয়। হ্যান্ডবল বালকে বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় চ্যম্পিয়ন এবং পৈকখালী হাজী এস এন জামান মাধ্যমিক বিদ্যালয় রার্নারআপ হয়। কাবাডিতে চড়াইল আব্দুল আলী আলিম মাদ্রাকে পরাজিত করে বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় চ্যম্পিয়ন হয়।
এ উপলক্ষে শনিবার বিকালে বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল আলম প্রমুখ।
সাবেক ক্রীড়া শিক্ষক বিধান চন্দ্র চক্রবর্তী ও স্কাউট শিক্ষক শফিকুল ইসলাম আযাদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা কমান্ডার খান এনায়েত করিম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,সহকারী সহ বিভিন্ন পর্যায়ের মানুষ। রেফারির দ্বায়িত্ব পালন করেন মো. নজরুল ইসলাম বিশ্বাস ও মো. শহিদুল ইসলাম মল্লিক এবং সহকারী রেফারির দ্বায়িত্বে ছিলেন মো. শাওন ও মো. সাইদুল ইসলাম। পরে বিভিন্ন ইভেন্টে চ্যম্পিয়ন ও রানারআপ দলের মাঝে ট্রফি ও মেডেল বিতরণ করা হয়।
এএজে