ঢাকা বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

Motobad news

ভাণ্ডারিয়ায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন

ভাণ্ডারিয়ায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দফা দাবীতে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা-কর্মচারীরা অর্ধদিবস কর্মবিরতি পালন করে। 

১২ থেকে ১৫তারিখ পর্যন্ত ৫ দিনের চতুর্থ দিন বুধবার (১৪সেপ্টেম্বর) উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা) কার্যালয় সম্মুখে  সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস এ কর্মবিরতি পালনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওলাদ হোসেন, উপ সহকারী প্রকৌশলী অনিমেশ চক্রবর্তী সহ অন্যরা উপস্থিত ছিলেন। 

কর্মবিরতি পালন কালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওলাদ হোসেন জানান, দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়ন জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আবগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবগ্রেডেশন ও সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদ নাম পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূণ্য পদ পদোন্নতি/চলতি দায়িত্ব নিয়োগের মাধ্যমে পুরন সহ এ সকল দাবীতে কর্মবিরতি পালন করা হয়।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন