ঢাকা বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

Motobad news

মঠবাড়িয়ায় দূর্গাপুজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

মঠবাড়িয়ায় দূর্গাপুজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় আসন্ন শারদীয় দূর্গাপুজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে শহীদ মাখন লাল দাস মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাখাওয়াত জামিল সৈকত, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, ওসি (অপারেশন) আব্দুল হালিম, ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ তালুকদার, আবু হানিফ খান, রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, উপজেলা আ‘লীগ যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন পলাশ, মঠবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজু, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মজিবর রহমান, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পংকজ সাওজাল, হিন্দু বৈদ্য, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি কাজল দাস, প্রমূখ। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক জনান, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি আরও জানান, এবছর মঠবাড়িয়া উপজেলায় ৯৮ টি মূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মন্ডপে সরকারীভাবে ৫’শ কেজি করে চাল বরাদ্ধ দেয়া হয়েছে। তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন