কাউখালীতে ভিক্ষুকদের কর্মসংস্থানে দোকান ঘর বিতরণ

কাউখালী উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে বুধবার সকালে উপজেলার ১০ জন পেশাদার ভিক্ষুককে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান হিসেবে প্রত্যেককে একটি মুদি দোকান ও মুদী দ্রব্য সামগ্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ করেন পিরোজপুর জেলা প্রশাসক জাহেদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ খালেদা খাতুন রেখা, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক ইকবাল কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মহসিন কবির, উপ-পরিচালক ইকবাল কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মহসিন কবির , উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা জিএম সাইফুল ইসলাম, মৎস্য কর্মকর্তা ফনি ভূষন পাল, নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আকবর হোসেন দুলাল প্রমুখ ।
এইচকেআর