ঢাকা বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

Motobad news

মঠবাড়িয়ায় দুই ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা

মঠবাড়িয়ায় দুই ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় পৃথক দইুটি ভ্রম্যমান আদালতের অভিযানে দুইটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর উদ্যোগে বৃহস্পতিবার সকালে মঠবাড়িয়া উপজেলার ভগিরতপুর বাজারে এ অভিযান পরিচালিত হয়। পিরোজপুরের জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশীষ রায় এ অভিযান পরিচালনা করেন। 


জানা যায়, মুসলিম সুইটস হোটেলে অপরিচ্ছন পরিবেশে খাবার তৈরী, মাহীম ষ্টোর নামক মুদি দোকানে পণ্যের প্যাকেটে উৎপাদনে মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকা এবং পণ্যের ওজন ও মূল্য না থাকায়  ভোক্তা অধিকার সংরক্ষণের আইন দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর সহকারী পরিচালক দেবাশিষ রায় এ তথ্যের নিশ্চিত করে বলেন, এ অভিযান অব্যহত থাকবে। এ অভিযানে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা স্যানেটারি ইনেস্কপেক্টও এহসানুল কবির।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন