মঠবাড়িয়ায় ১০ কোটি টাকা ব্যায়ে পল্লী বিদ্যুৎ সমিতির ভবন উদ্বোধন

পিরোজপুরের মঠবাড়িয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির নিজস্ব ভবন (জোনাল অফিস) উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডাঃ মো. রুস্তুম আলী ফরাজি।
সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে মঠবাড়িয়া-তুষখালী সড়কের ষোলশহর এলাকায় ১০ কোটি টাকা ব্যায়ে নব নির্মিত ভবনের উদ্বোধন করেন তিনি।
পরে ভবনের অডিটরিয়ামে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) শেখ মোহাম্মদ আরিফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) সাখাওয়াত কামিল সৈকত, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম নিত্যনন্দ, উপজেলা জাতীয় পার্টির (এরশাদ) সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম টুকু, ডা: রুস্তম আলী ফরাজী অনার্স কলেজের প্রভাষক মোতালেব হোসেন, ফারুক হোসেন, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. ফলুল হক।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল, মঠবাড়িয়া প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জুলফিকার আমীন সোহেল, স্বেচ্ছা সেবক পার্টির সভাপতি আঃ রহমান আল নোমান, যুব সংহতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টুকু প্রমূখ।
ডাঃ মো. রুস্তুম আলী ফরাজি এমপি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর দেশের সকল বিষয়ে ব্যপক উন্নয়ন হয়েছে। দেশ আজ উন্নয়নের রোল মডেলে। মঠবাড়িয়া উপজেলার মূল ভূ-খন্ড থেকে আলদা বলেশ্বর নদীর মাঝে “ মাঝের চর” নামক দ্বীপেও বিদ্যুৎ পৌছে দেয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের ২১ মার্চ সারা দেশে শতভাগ বিদ্যুতায়ন এর আওতাভূক্ত ঘোষণা দিয়েছেন। এখন নতুন করে যারা বাড়ি নির্মাণ করছেন হয়তো তারা বিদ্যুৎ পায়নি। তাদেরকেও পল্লী বিদ্যুৎ সমিতি সল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেয়ার চেষ্টা করছেন।
তিনি আরও বলেন, রাশিয়া ইউক্রেনে যুদ্ধের কারনে সারা বিশ্বে অর্থনৈতিক মন্দাভাব দেখা দিয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি শুধু বাংলাদেশে নয়। সারা বিশ্বেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য উর্দ্ধগতি রয়েছে। শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তিনি আশা করেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর নিজের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
এইচকেআর