ঢাকা মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

Motobad news

ভাণ্ডারিয়ায় মাছের পোনা অবমুক্ত করণ

ভাণ্ডারিয়ায় মাছের পোনা অবমুক্ত করণ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বুধবার দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ২০২২-২০২৩ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় মাছের পোনা বিতরণ এবং স্থানীয় স্টীমার ঘাট লাগোয়া পোনা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।

 উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা এর সভাপতিত্বে পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, মৎস্য দপ্তরের মো.মনির ফরাজী সহ প্রমুখ।

পরে পর্যায়ক্রমে প্রকল্পের আওতায় বিভিন্ন পুকুরে পোনা অবমুক্ত ছাড়াও বদ্ধ (পুকুরে) জলাশয়ে মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা বিতরণ করা হয়।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন