ঢাকা মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

Motobad news

মঠবাড়িয়ায় এমপি রুস্তুম আলী ফরাজির অফিস উদ্বোধন

মঠবাড়িয়ায় এমপি রুস্তুম আলী ফরাজির অফিস উদ্বোধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নে ব্যাক্তিগত অফিস উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, পিরোজপুর- ৩ আসনের সংদস সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডাঃ রুস্তুম আলী ফরাজি প্রধান অতিথি হিসেবে  এ পার্টি অফিস উদ্বোধন করেন।

এসময় স্থানীয় ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন মুন্সীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির (এরশাদ) সাধারন সম্পাদক রফিকুল ইসলাম টুকু, মিরুখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন খান, ডা: রুস্তম আলী ফরাজী অনার্স কলেজের প্রভাষক মোতালেব হোসেন, ফারুক হোসেন, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. ফলুল হক, স্থানীয় সমাজ সেবক মাওলানা কবির হোসেন জমাদ্দার, মো. মোস্তফা খান, উপজেলা স্বেচ্ছা সেবক পার্টির সভাপতি  আব্দুর রহমান আল নোমান, যুব সংহতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টুকু, স্থানীয় সমাজ সেবক মহিবুল্লাহ আরিফ জমাদ্দার প্রমূখ।

প্রধান অতিথি ডাঃ রুস্তুম আলী ফরাজি জাতীয় পর্টির শাষন আমল এর ভূয়সী প্রশাংসা করে বলেন বর্তমান শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর দেশের সকল বিষয়ে ব্যপক উন্নয়ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিয়েছেন। চলতি বছরের ২১ মার্চ সারা দেশে শতভাগ বিদ্যুতায়ন এর আওতাভূক্ত ঘোষণা দিয়েছেন। ১০ থেকে ১৫ ধরণের ভাতা দিচ্ছেন। দেশ আজ উন্নয়নের রোল মডেলে। আগামী ৪১ সালের মধ্যে আমরা উন্নয়নশীল রাস্ট্রে পরিনত হব।

তিনি আরও বলেন, রাশিয়া ইউক্রেনে যুদ্ধের কারনে  সারা বিশ্বে  অর্থনৈতিক মন্দাভাব দেখা দিয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি শুধু বাংলাদেশে নয়। সারা বিশ্বেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য উর্দ্ধগতি রয়েছে। শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তিনি আশা করেন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন