পিরোজপুর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৭ রোগী ভর্তি

পিরোজপুরে ডেঙ্গু জ্বরে আক্রন্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত পিরোজপুর সদর হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রন্ত হয়ে সাত রোগী চিকিৎসাধীন। এদের মধ্যে ইন্দুরকানী উপজেলার তিনজন, সদরের তিনজন ও কাউখালীর একজন রয়েছেন।
সিভিল সার্জন ডাক্তার মো. হাসনাত ইউসুফ জাকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই সপ্তাহ ধরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। এ সময়ে হাসপাতালে ২১ রোগী ভর্তি হন। বর্তমানে সাত রোগী চিকিৎসা নিচ্ছেন। বাকিরা সুস্থ হয়ে ফিরে গেছেন।
তিনি আরও বলেন, আক্রান্ত ভর্তি রোগীদের সব ধরনের চিকিৎসা দিয়ে যাচ্ছি। রোগীর চাপ একটু বেশিই রয়েছে। এ হাসপাতালে বর্তমানে বিভিন্ন ওয়ার্ডে ১৬৪ রোগী ভর্তি রয়েছে।
এইচকেআর