কাউখালীতে দুর্গাপূজা উপলক্ষে পুলিশের মতবিনিময়

পিরোজপুরের কাউখালীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ সেপ্টেম্বর) কাউখালী থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার রিয়াজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. বনি আমিন, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জাহাঙ্গীর হোসেন, কাউখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনন্দা সমাদ্দার, সাধারণ সম্পাদক সুব্রত রায় সহ আরো অনেকে। সভা পরিচালনা করেন শিক্ষক লিটন কৃষ্ণ কর।
এইচকেআর