ঢাকা মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

Motobad news

ভাণ্ডারিয়ায় শেষ মূহুর্তে রং তুলির আঁচড়ে ফুটিয়ে উঠছে প্রতিমা

ভাণ্ডারিয়ায় শেষ মূহুর্তে রং তুলির আঁচড়ে ফুটিয়ে উঠছে প্রতিমা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

হিন্দু ধর্মাবলম্বীদের বছরের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শ্রী শ্রী দুর্গা পুজা। এ উৎসবকে ঘিরে সারা দেশের ন্যায় পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌর সভাসহ উপজেলার বাকি ৬টি ইউনিয়নে মন্দির ও মন্ডবে চলছে মৃৎশিল্পীদের শেষ মুহুর্তে রংএর কাজ। 


ভাণ্ডারিয়া পৌর সভায় ৭টি, গৌরীপুর ইউনিয়নে ৩টি, ধাওয়া ইউনিয়নে ৯টি, ইকড়ি ইউনিয়নে ১১টি, তেলিখালী ইউনিয়নে ৩টি, নদমুলা ইউনিয়নে ৭টি ও ভিটাবাড়িয়া ইউনিয়নে ৯টি মন্দির ঘুরে সর্বত্র দেখা গেছে প্রতিমা তৈরীর শেষ মুহুর্তের রংএর কাজ, মন্দির-মন্ডবগুলি আগত ভক্তদের আকর্ষিত করতে সাজসজ্জার কাজ। 

উপজেলার সর্ববৃহত উৎসবের স্থান হল উপজেলা সদরের মদন মোহন জিউর মন্দির। এ মন্দিরে নান্দনিকতা বাড়াতে প্রতিমা তৈরীতে আনা হয়েছে বিশেষ আকর্ষণ পদ্মা সেতু। এবছর দেবী দুর্গা গজে(হাতির পিঠে) মর্তে প্রবেশ করে নৈকায় কৈলাশে প্রস্থান করবে স্বাস্ত্রে এমনটাই উল্ল্যেখ থাকায় পদ্মা সেতুর সিড়ি পাড় হয়ে নিচে অবস্থিত মদন মোহন জিউর মন্দিরে প্রবেশ করবে আগামী ৩০সেপ্টেম্বর এবং ৫অক্টোবর দেবী বিসর্জনের পর সেখান থেকে নৌকায় করে পিত্রালয় অর্থাৎ কৈলাশে প্রস্থান করবে এ চিত্র ফুটিয়ে তুলেছেন যশোরের মৃৎশিল্পী সমির কুমার পাল। 

আট সদস্যের একটি টিম দিবা রাত্র কাজ করে দেশের অন্যান্য স্থানের চেয়ে এ মন্দিরে দৃষ্টি নন্দিত নান্দনিক প্রমিতা তৈরীতে দিন রাত কাজ করছেন। 


এ বিষয়ে উপজেলা পুজা উদ্যাপন কমিটির সভাপতি কিরন চন্দ্র বসু জানান,আগত ভক্তদের আকৃষ্ট করকে দেশের নিজস্ব অর্থায়নে নির্মিত বহুল আলোচিত পদ্মা সেতুর আদলে প্রতিমা তৈরি করার সিদ্ধান্তে পালেরা (মৃতশিল্পীরা) তাদের সর্বচ্চ শৈল্পিক কারুকাজ দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করছে। 

উপজেলা হিন্দু, বৌদ্ধ, খৃুষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীরেন্দ্র নাথ বসু জানান, এ উপজেলায় এবছর ৪৯টি পুজা মন্দির ও মন্ডবে স্থানীয় সাংসদ আনোয়ার হোসেন মঞ্জু এমপির পরামর্শে অতীতের ন্যায় এ বছরও সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সসম্পন্ন করতে ইতো মধ্যে উপজেলা পুজা উদযাপন পরিষদ, উপজেলা পুলিশ প্রশাসন এবং সোমবারও উপজেলা প্রশাসন সর্বস্তরের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন। তাই আমাদের এ উপজেলা অনুষ্ঠান নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে বলে আমরা সে ধরণের প্রস্তুতি নিয়েছে। 

মদন মোহন জিউর মন্দির পুজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক সুশান্ত কর্মকার জানান, যেহেতু এ মন্দিরটি উপজেলা কেন্দ্রীয় মন্দির সেহেতু প্রশাসনিক কর্মকর্তা ছাড়াও আমাদের নিজস্ব স্বেচ্ছাসেসবকরা পুজা সুন্দর ও সার্থক করতে সসব ধরণের প্রস্তুুতি আমাদের আছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সীমা রানী ধর জানান, পুজা সুষ্ঠ এবং শান্তিপূর্ণ করতে হিন্দু নেতা ছাড়াও স্থানীয় সকল নেতৃবৃন্দের সাথে সোমবার উপজেলা অডিটরিয়ামে মতবিনিময় সভা করা হয়েছে। 

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস জানান, পুজা মন্দির গুলোতে শৃঙ্খলা বজায় রাখতে বিগত দিনের ন্যায় এবছর আনছার, পুলিশ ছাড়াও বিভিন্ন স্তরের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহলে থাকবে। 

এদিকে আগামী ৩০সেপ্টেম্বর ৫মী পুজার মধ্য দিয়ে ৬দিন ব্যপি উৎসবের শুরু হয়ে আসছে বছর আবার হবে এ প্রত্যাশায় ৫অক্টোবর বুধবার বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ ৬দিন ব্যপি অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন