ঢাকা মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

Motobad news

মঠবাড়িয়ায় ওয়ালটন ও মার্সেলের কাস্টমার সার্ভিস পয়েন্ট উদ্বোধন

মঠবাড়িয়ায় ওয়ালটন ও মার্সেলের কাস্টমার সার্ভিস পয়েন্ট উদ্বোধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় ওয়ালটন ও মার্সেল ইলেকট্রনিক্স এর কাস্টমার সার্ভিস পয়েন্ট উদ্বোধন করা হয়েছে। 

প্রধান অতিথি হিসেবে সোমবার সকালে পৌর শহরের ৯ নং ওয়ার্ডের পাথরঘাটা বাসস্ট্যান্ড সংলগ্ন এ সার্ভিস পয়েন্ট উদ্বোধন করেন কোম্পানীর সার্ভিস সেন্টারের সহকারি পরিচালক পলাশ কুমার সাহা।

অনুষ্ঠানে এম আর ইলেকট্রনিক্স এর স্বত্ত্বাধিকারী ওয়ালটন এর মঠবাড়িয়া ডিলার মো. খলিলুর রহমানের সভাপতিত্বে ও বিভাগীয় সার্ভিস সেন্টারের পরিচালক মিজানুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, মার্সেল খুলনা জোনের ম্যানেজার মো. কবির হোসেন, প্রেসক্লাব সাবেক সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, স্থানীয় সাবেক কাউন্সিলর কাজী এমাদুল হক কামাল, মার্সেল ডিলার মো. জসীম শিকদার, কোম্পানীর আমুয়‍া শাখা ব্রাঞ্চ ম্যানেজার, মো. সোহেল. মঠবাড়িয়া ম্যানেজার অনিমেষ চন্দ্র মন্ডল প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা মো. আসাদুল হক।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন