ঢাকা মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

Motobad news
ঝুকিপূর্ণ পূজা মন্ডপে সিসি ক্যামেরা 

মঠবাড়িয়ায় দূর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতি সভা

মঠবাড়িয়ায় দূর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতি সভা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে মঠবাড়িয়া থানা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় থানা চত্ত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। 

এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এ্যান্ড অপারেশন) মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম। পিরোজপুর জেলা পুলিশ সুপার মো. সাঈদুর রহমান পিপিএম এর সভাপতিত্বে ও মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো.ইব্রাহীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত, উপজেলা  আ’লীগ সভাপতি ও সাবেক মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, সাধারন সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর,উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড.নাসরিন জাহান, হন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি কাজল দাস, পজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি পঙ্কজ সাওজাল, ডা.সুদিপ হাওলাদার, সাংবাদিক মিজানুর রহমান মিজু প্রমুখ।

মতবিনিময় সভায় পিরোজপুর জেলা গোয়েন্দা শাখা দক্ষিণ বিভাগের ওসি আসলাম উদ্দিনের নেতৃত্বে ডিবি পুলিশের চৌকস একটি টিম উপস্থিত ছিলেন।  

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল জানান, সনাতন ধর্মালম্বীরা যাতে নির্বিগ্নে ও সুষ্ঠুভাবে তাদের বৃহত্তম শারদীয় দূর্গাৎসব পালন করতে পারে সেজন্য পুলিশ বাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকল সংস্থা গুলো সজাগ থাকবে এবং ৯৫টি পূজা মন্ডপে মনিটরিং জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, ঝুকিপূর্ণ পূজামন্ডপে সিসি ক্যামেরার আওথায় আনা হয়েছে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন