ঢাকা মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

Motobad news

মঠবাড়িয়ায় তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

মঠবাড়িয়ায় তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

“তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হোক” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন বুধবার দুপুর ১২ টায় শহীদ মাখন লাল দাশ মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করেন।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি ভৌমিক এর সভাপতিত্বে ও প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজুর সঞ্চলনায় বক্তব্য রাখেন, সহকারি কমিশণার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত, মঠবাড়িয়া থানার ওসি মুহাঃ নূরুল ইসলাম বাদল, উপজেলা আ‘লীগ সাধারণ সম্পাদক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. এমাদুল হক খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আরিফুর রহমান সিফাত, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাসরিন জাহান, মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক এডভোকেট শাহনাজ প্রমূখ।

এসময় উপস্তিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর হক খান মজনু, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. রফিকুর ইসলাম রিপন জমাদ্দার, ইউপি চেয়ারম্যান হারুণ অর রশিদ তালুকদার, উপজেলা পূজা উদজাপন কমিটির সাধারণ সম্পাদক পংকজ সাওজাল, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উপজেলা সভাপতি মো. নাজমুল আহসান কবির, সাংবাদিক ইউনিয়ন সভাপতি জামাল এইচ আকন, সাধারণ সম্পাদক জুলফিকার আমীন সোহেল, উপজেলা পরিষদ জামে মসজিদের ঈমাম হাফেজ মাওলানা মো. জয়নাল আবেদীন, কেন্দ্রীয় জামে মসজিদের ছানী ঈমাম হাফেজ মাওলানা গোলাম কিবরীয়াসহ  বিভিন্ন সরকারি বে-সরকারি দপ্তর প্রধানগণ।


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন