ঢাকা মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

Motobad news

মঠবাড়িয়ায় তৃতীয় ধাপে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রয়

মঠবাড়িয়ায় তৃতীয় ধাপে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রয়
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নিত্য প্রয়াজনীয় পণ্যর বাজার স্থিতিশীল ও স্বাভাবিক রাখতে পিরোজপুরের মঠবাড়িয়ায় তৃতীয় ধাপে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে মঠবাড়িয়া উপজেলার ১১ নং বড় মাছুয়া ইউনিয়নে টিসিবি পন্য বিক্রয়ের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মো. নাসির হোসেন হাওলাদার। 

এসময় তদরকি কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. জহির হাওলাদার, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জুলফিকার আমীন সোহেল, প্যানেল চেয়ারম্যান মো. কাইয়ূম হাওলাদার, দফাদার আলাউদ্দিন, বিভিন্ন ইউপি সদস্য ও ডিলার মেসার্স জাহান এন্টারপ্রাইজের স্বত্ত¡াধিকারী মিজানুর রহমান প্রমূখ। 

ইউপি চেয়ারম্যান মো. নাসির হোসেন হাওলাদার জানান, টিসিবি ডিলার সরকারি নির্দেশনা অনুযায়ি সকাল সকাল ১০ থেকে বিকেল ৬টা পর্যন্ত এ কার্যক্রম চালাবেন। দিনব্যাপী পর্যায়ক্রমে বড়মাছুয়া ইউনিয়নের ৭'শ ২৭ জন সুবিধাভোগী টিসিবি পন্য ক্রয়ের জন্য স্ব-উদ্যোগেই লাইনে দাড়িয়ে পণ্য সংগ্রহ করবেন। ন্যায্য মূল্যে টিসিবি পণ্য কিনতে পেরে সকলেই সন্তোশ প্রকাশ করেছেন। তবে আরও বিভিন্ন ধরণের পন্যের বৃদ্ধি করার দাবি জানান।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যর বাজার স্থিতিশীল রাখতে ন্যায্যমূল্যে তৃতীয় ধাপে পণ্য বিক্রয় করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। পূর্বের মতো মঠবাড়িয়ায় ১৩ হাজার ৫'শ ৫৯ জন লোককে দেয়া হবে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য। এর মধ্যে ১১ টি ইউনিয়নে ১১ হাজার ৪'শ ৭২ জন ও পৌরসভায় ২ হাজার ৮২ জন। একজন ভোক্তা ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মশুর ডাল ও ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন কিনতে পারবেন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন