ভান্ডারিয়ায় কলেজ ছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

পিরোজপুরের ভান্ডারিয়ায় এক যুবকের বিরুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার রাতে ভুক্তভোগি মেয়েটি ভান্ডারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পুলিশ মো. জহিরুদ্দিন অন্তু সরদার (৩০) কে গ্রেপ্তার করা হয়েছে। সে পৌর শহরের উত্তর পূর্ব ভান্ডারিয়া মহল্লার মো. মোশারফ হোসেন সরদার এর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মো. জহিরুদ্দিন অন্তু সরদার গত ১৫ এপ্রিল ২০২২ খ্রি. তারিখে (পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ১ম বর্ষের ছাত্রী) ওই মেয়েটিকে প্রমের ফাঁদে বিয়ের প্রলোভন দেখিয়ে উপজেলার উত্তর শিয়ালকাঠী গ্রমের নির্মানাধীন একটি ভবনের ছাঁদেনিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। পুনরায় মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে ৫ মে ২০২২ তারিখ বিকেলে উপজেলার আমান উল্লাহ কলেজ সংলগ্ন পরিত্যক্ত একটি ভবনের ছাঁদে নিয়ে ধর্ষণ করে। এতে মেয়েটি অন্তসত্ত্বা হয়ে পড়ে। মেয়েটি বারবার বিয়ের তাগিদ দিলেও জরিুদ্দিন অন্তু তাকে বিয়ে না করার সিদ্ধান জানিয়ে দেয়। গত ২০ সেপ্টেম্বর ২০২২ খ্রি. তারিখে পরীক্ষা নিরীক্ষা ও আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট অনুযায়ি বর্তমানে মেয়েটি ৫ মাস ৪ দিনের অন্তসত্তা ।
ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, এ ঘটনায় মেয়েটি বাদী হয়ে ভান্ডারিয়া থানায়  নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ সংশোধনী/২০০৩ এর ৯(১) ধারায় মামলা দায়ের করেছেন। এ মামলার প্রধান আসামী মো. জহিরুদ্দিন অন্তু সরদার কে গ্রেপ্তার করে গতকাল মঙ্গলবার পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া ভিকটিম এর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
 
এএজে