ঢাকা সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

Motobad news

কাউখালীতে জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ

কাউখালীতে জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বুধবার সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ করা হয়। অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু। 

উপজেলা নির্বাহী কমকর্তা মোসাঃ খালেদা খাতুন রেখার সভাপতিত্বে অবমুক্তরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, আমরাজুড়ী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ফনি ভূষন পাল, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আকবর হোসেন দুলাল প্রমূখ।

উপজেলা পরিষদের সম্মূখের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে উপজেলার  ৫টি ইউনিয়নের ৮০টি প্রতিষ্ঠানিক জলাশয়ের প্রতিনিধিদের কাছে ১১ শত কেজি মাছের পোনা হস্তান্তর করা হয়। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন