ভাণ্ডারিয়ায় জেপির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত


পিরোজপুরের ভাণ্ডারিয়ায় রবিবার বাদ মাগরিব জেপি ও তাঁর অঙ্গসংগঠনের উদ্যোগে রিজার্ভ পুকুর পাড় জেপির উপজেলা দলীয় কার্যালয়ে ধর্মীয়ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়।
এ উপলক্ষে আলোচনা সভায় জেপির উপজেলা সভাপতি মো. মনিরুল হক মনি জোমাদ্দারের সভাপতিত্বে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনীর উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা জেপির সিনিয়র সহ সভাপতি ও পৌর কাউন্সিলর মো.গোলাম সরোয়ার জোমাদ্দার, উপজেলা জেপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, সাংগঠনিক সম্পাদক শফিকুল কবির খোকন সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহারিয়ার হোসেন দুলাল মল্লিক প্রমুখ।
পরে মিলাদ মাহফিল পরিচালনা করেন ইমাম সমিতির সভাপতি মুফতী জাকারিয়া আল কাসেমী এবং দোয়া মোনাজাত পরিচালনা করেন ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন সিনিয়র দাখিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. ফারুক হোসেন।
এইচকেআর
