ভাণ্ডারিয়ায় মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ


পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ৪৬৮জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিজটাল (মুক্তিযোদ্ধা) সনদ এবং স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়।
এ উপলক্ষ্যে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খান এনায়েত করিম, জাতীয় পার্টি-জেপির উপজেলা সিনিয়র সহসভাপতি ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরোয়ার জোমাদ্দার, বীর মুক্তিযোদ্ধা বারেক সিকদার,উপজেলা সমাজসেবা কর্মকর্তা ভবানী সংকর বল প্রমুখ।
পরে ভাণ্ডারিয়া পৌরসভা সহ উপজেলার বাকি ৬টি ইউনিয়নের ৪৬৮জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডিকার্ড বিতরণ করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর।
এইচকেআর
