মঠবাড়িয়ায় কেন্দ্রীয় যুবলীগ নেতার প্রতিবাদ সভা

সারা দেশে বিএনপি-জামায়াতে নৈরাজ্যের বিরেুদ্ধে পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রতিবাদ সভা হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ ও তাঁর সহযোগী সংগঠন উপজেলার দাউদখালি ইউনিয়নের হারজী প্রাথমিক বিদ্যালয় সাইক্লোন সেল্টারে এ সভার আয়োজনে করেন। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য তাজউদ্দিন আহমেদ।
শনিবার বিকেলে থেকে রাত পর্যন্ত অনুষ্ঠিত প্রতিবাদ সভায় ইউনিয়ন শ্রমিক লীগ সভাপতি জালাল হাওলাদার এর সভাপতিত্বে ও যুবলীগ নেতা হাসিব মোল্লার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, স্থানীয় আওয়ামী লীগ নেতা মাওলানা আনোয়ার হোসেন, পরিমল শিকদার উপজেলা যুবলীগ সহ সভাপতি আরিফুল ইসলাম সোহাগ, শ্রমিক লীগ নেতা জুলফিকার আমীন সোহেল, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক আলভী আল আমিন, যুগ্ম সম্পাদক শাহ আলম শিকদার, মিরুখালী ইউনিয়ন যুবলীগের লাভলু তালুকদার, উপজেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক প্রদীপ চন্দ্র সিংহ প্রমুখ।
প্রধান অতিথি তাজউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর যখন দেশের সার্বিক উন্নয়ন হচ্ছে তখন বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু করেছে। এরা আন্দোলনের নামে বোমা মেরে মানুষ মেরেছে। গাড়ির মধ্যে ঘুমিয়ে থাকা হেলপার পুড়িয়ে মেরেছে। প্রধানমন্ত্রী সকল ষড়যন্ত্র উপেক্ষা করে দেশের সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতু নির্মাণ করেছেন। তিনি ঘরে-ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। আজ দেশে কোন খাদ্য ঘাটতি নেই। আমরা আজ মধ্যম আয়ের দেশে পৌছে গিয়েছি। আগামী ৪১ সালে বাংলাদেশ উন্নয়নশীল রাস্ট্রে পরিনত হবে। তিনি বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে সকলকে সজাগ থাকার পরামর্শ দেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
এইচকেআর