'রাষ্ট্র তথা জনগণের সম্পদ সঠিকভাবে ব্যবহার করা প্রয়োজন'


জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, উন্নয়ন কাজে যে সম্পদ ব্যবহৃত হয় তা সরকার, রাষ্ট্র তথা জনগণের সম্পদ। এই সম্পদের সদ্ব্যবহার তথা অপচায় রোধ করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সব ধরণের দুর্নীতি, অপচয়, আত্মসাতের বিরুদ্ধে জনগণের মধ্যে প্রতিরোধ গড়ার মানসিকতা সৃষ্টি করতে হবে। কাজ সঠিকভাবে করতে ঈমান মজবুত করা প্রয়োজন।
তিনি বুধবার রাতে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নের মালিয়ার হাটে স্থানীয় জনসাধারণের সাথে এক মতবিনিময় সভায় আরও বলেন, আমাদের রাজনীতি খুবই সহজ। আমাদের উপর আল্লাহর রহমত আছে বলে বিগত ৩৭ বছর ধরে আমরা লাগাতারভাবে ভাণ্ডারিয়াসহ এ এলাকার সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের প্রচেষ্টায় ব্যাপৃত রয়েছি। এর মধ্যে ১৮ বছরই বিভিন্ন সরকারের মন্ত্রী সভায় দায়িত্ব পালনে সক্ষম হয়েছি। এ সময় কালে আমরা এলাকায় বিভাজনের রাজনীতি করিনি। উপমহাদেশের যে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি জিন্নাহ সাহেব শুরু করেছিলেন তা থেকে আমরা এ অঞ্চলের মানুষ মুক্ত থাকতে সক্ষম হয়েছি।
আনোয়ার হোসেন মঞ্জু আরও বলেন, আমরা কিভাবে এলাকায় কাজ করার চেষ্টা করেছি তা আপনারা মূল্যায়ন করবেন। আমাদের এক থাকতে হবে। শোষণ-বঞ্চনা থেকে মানুষকে রক্ষা করতে হবে, তাদের মুক্ত করতে হবে। আমি যখন প্রথম এ অঞ্চলে আসি তখন ঢাকায় বসে সচিবরা বলতেন আপনাদের জন্য আল্লাহ নৌকায় চড়ার ব্যবস্থা রেখেছেন। রাস্তা-ঘাট, পুল-কালভার্ট করার সুযোগ আপনাদের অঞ্চলে নাই। এই দীর্ঘ তিন যুগে আমরা এটা প্রমাণ করেছি এ অঞ্চলের রাস্তা-ঘাট হয়, বড়-বড় সেতু করা যায়, গাড়ী চড়ে উপজেলা থেকে জেলায়, জেলা থেকে বিভাগে, রাজধানীতে দ্রুততম সময় যাওয়া-আসা করা যায়।
তিনি আরও বলেন, আমরা দুই ধরণের সরকারের সাথে কাজ করেছি। এক ধরণের সরকার স্বৈরাচারী, আরেক ধরণের সরকার গণতান্ত্রিক। এ দুই ধরণের সরকারের সুকৌশল গুলো কাজে লাগিয়ে মানুষের কল্যাণ করার লক্ষ্য পূরণ করতে সক্ষম হয়েছি।
গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টি-জেপি’র সহ সভাপতি মো. মুজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ভাণ্ডারিয়া উপজেলা জেপি’র সিনিয়র সহ সভাপতি মাহিবুল হোসেন মাহিম, উপজেলা জেপি’র সিনিয়র সহ সভাপতি ও পৌর কাউন্সিলর গোলাম সরওয়ার জোমাদ্দার, সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, যুব সংহতির উপজেলা সদস্য সচিব মামুনুর রশীদ সরদার, অধ্যক্ষ মো. কামরুজ্জামান, মাস্টার আবু বকর সিদ্দিক প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেপি’র উপজেলা সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খোকন সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন দুলাল মল্লিক প্রমুখ।
এইচকেআর
